ফি অতিরিক্ত : ঢাকার ছয় শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক স্তর বাতিল হচ্ছে
Dhaka মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় ও collage সহ ছয়টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদানের অনুমতি বাতিল করতে যাচ্ছে সরকার। নির্ধারিত ফির ও চেয়ে ফি অতিরিক্ত (বেতন, টিউশন ফি ও সেশন charge) আদায় করায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রাথমিক ভাবে পদক্ষেপ হিসেবে কেন পাঠদানের অনুমতি বাতিল করা হবে না, সে বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে Dhaka মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।
মনিপুর উচ্চবিদ্যালয় ও college ছাড়াও অন্য পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো শহীদ পুলিশ স্মৃতি কলেজ, গ্রীনফিল্ড কলেজ, চেতনা মডেল একাডেমি, বনফুল আদিবাসী গ্রিনহার্ট collage এবং এস ও এস হারম্যান মেইনার collage.



0 Comments